Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ২৬ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » নারী ও শিশু 

সাতক্ষীরায় ঘের থেকে নারীর লাশ উদ্ধার

সাতক্ষীরায় ঘের থেকে নারীর লাশ উদ্ধার
কৃষ্ণ ব্যানার্জী ২৭ মার্চ ২০১৬, ১১:১৮ পূর্বাহ্ন Print

সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় একটি ঘের থেকে সরলা দাশ (৫৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সরলা দাশ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ফনি ভুষণের স্ত্রী।

স্থানীয়রা জানান, সরলা দাশ বিনেরপতোয় এলাকায় তার মেয়ে-জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে ইঞ্জিনভ্যানে তুলে দেয় তার জামাই। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। রবিবার সকালে তার লাশ বিনেরপোতা এলাকায় সড়কের পাশের একটি ঘেরে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ব্রেকিংনিউজকে জানান, নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতলের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

ব্রেকিংনিউজ/প্রতিনিধি/এসআইআপনার মন্তব্য

নারী ও শিশু বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং