Facebook   Twitter   Google+   RSS (New Site)

বৃহস্পতিবার ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » নারী ও শিশু 

‘মুখে শিশু হত্যার বিচার নয়, কাজে দেখতে চাই’

‘মুখে শিশু হত্যার বিচার নয়, কাজে দেখতে চাই’
প্রতিবেদক ১৮ মার্চ ২০১৬, ২:৫৫ অপরাহ্ন Print

ঢাকা: মানব‌াধিকারর কম‌শিন‌রে চেয়ারম্যান ড. মিজানুর রহমান ব‌লে‌ছেন, শুধু মু‌খের কথায় শিশু হত্যার বিচার নয়, এর প্রমাণ কাজে দেখ‌তে চাই।

শুক্রবার জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে ‘খেলাঘর ঢাকা মহানগর’ আ‌য়ো‌জিত এক মানববন্ধ‌নে তি‌নি এ কথা ব‌লেন ।

তি‌নি ব‌লেন, বিচারহীনতার অপসংস্কৃ‌তি যেন আমা‌দের সমা‌জে বাঁসা বে‌ধেঁ‌ছে। প্রধানমন্ত্রী সংস‌দে শিশু হত্যার বিচার নি‌য়ে যে উক্তি ক‌রে‌ছেন আমরা তার বাস্তবায়ন দেখ‌তে চাই ।

শিশু হত্যা বন্ধে দেশ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, শিশু রাকিব-রাজন হত্যার পর যে ব্যবস্থা সরকার নিয়েছিল তার ফলে বিচার দ্রুত বাস্তবায়ন হয়েছে। আর তা সম্ভব হয়েছে একটি সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ফলে।

ব্রেকিংনিউজ/এএন/ডিএইচআপনার মন্তব্য

নারী ও শিশু বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং