Facebook   Twitter   Google+   RSS (New Site)

শুক্রবার ১৭ আগস্ট ২০১৮, ২ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » নারী ও শিশু 

নিখোঁজের পর ৩ শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের পর ৩ শিশুর লাশ উদ্ধার
প্রতিনিধি ১৬ মার্চ ২০১৬, ২:০৫ অপরাহ্ন Print

ব্রাহ্মণবাড়িয়া: নদী থেকে ৩ শিশু সহোদরের লাশ উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের ডেমালিয়া নদী থেকে নিখোঁজের একদিন পর ওই ৩ সহোদরের লাশ উদ্ধার করে পুলিশ।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এরা হলো, সুলতানা (০৭), রাজা (০৫), বাদশা (০৪)। তাদের বাড়ি ওই ইউনিয়নের রতনপুর পূর্ব পাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ৩ শিশুর মা লেবানন প্রবাসী এবং বাবা সাত্তার মিয়ার চাকরির কারণে সিলেটে বসবাস করেন। তিন শিশু ফুফুর বাড়িতে থাকতো।

মঙ্গলবার দুপুরে প্রতিদিনের মতো বাড়ির পাশে ডেমলা নদীতে গোসল করতে গিয়ে প্রথমে বাদশা নিখোঁজ হয়। এরপর তাকে খুঁজতে গিয়ে রাজা ও সুলতানা নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাদের পায়নি। বুধবার দুপুরে তাদের মরদেহ নদীতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, খবর পেয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

ব্রেকিংনিউজ/এইচএসআপনার মন্তব্য

নারী ও শিশু বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং