Facebook   Twitter   Google+   RSS (New Site)

বৃহস্পতিবার ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » নারী ও শিশু 

হবিগঞ্জে নিখোঁজ ৪ শিশুর সন্ধান

হবিগঞ্জে নিখোঁজ ৪ শিশুর সন্ধান
প্রতিনিধি ১৩ মার্চ ২০১৬, ৭:৩৬ পূর্বাহ্ন Print
এ সম্পর্কিত আরও খবরঃ

হবিগঞ্জ: নিখোঁজ চার শিশুকে সদর উপজেলার বালিখাল গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে নিখোঁজ নয়নের ফুফুবাড়ি থেকে তাদের উদ্ধার করা হয় বলে সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান।

তিনি আরও জানান, শিশুদের উদ্ধারের জন্য পুলিশ নবীগঞ্জ থাকায় অবস্থান করছে। সেখানে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা উদ্ধার অভিযান চালানো হবে।

শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংবাজার এলাকার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসা থেকে রাব্বি (১৩), ইমতিয়াজ (১২), সুহানুর (১১) ও নয়ন (১২) নামে চার শিক্ষার্থী নিখোঁজ হয়।

শুক্রবার বিকালে মাদরাসা থেকে শায়েস্তাগঞ্জ বাজারে আসে। এরপর সেখান থেকে আর মাদরাসা বা তাদের বাড়িতে ফিরে যায়নি। এমনকি শুক্রবার রাতে শিশুদের পরিবারের সদস্যরা তাদের আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করেও তাদের সন্ধান পাননি। তাই শনিবার সকালে মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে অবগত করেন।

এর আগে জেলার বাহুবল উপজেলায় চার শিশু নিখোঁজের পর তাদের লাশ পাওয়া যায়। এক মাসের মধ্যে আবার চার শিশু নিখোঁজের খবরে সারা হবিগঞ্জে অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ব্রেকিংনিউজ/ডিএইচআপনার মন্তব্য

নারী ও শিশু বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং