Facebook   Twitter   Google+   RSS (New Site)

বৃহস্পতিবার ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » নারী ও শিশু 

শিশু‌দের অস্বাভা‌বিক মৃত্যু কামাতে কার্যকর উদ্যোগের আহ্বান

শিশু‌দের অস্বাভা‌বিক মৃত্যু কামাতে কার্যকর উদ্যোগের আহ্বান
প্রতিবেদক ১০ মার্চ ২০১৬, ১:১০ অপরাহ্ন Print

ঢাকা: শিশু হত্যা বন্ধ, রাজনসহ অন্যান্য শিশু‌দের হত্যাকারীর বিচার ও শিশু‌দের অস্বাভা‌বিক মৃত্যু ব‌ন্ধের জন্য কর্যকর পদক্ষেপের আহ্বান জা‌নি‌য়ে‌ছে ঢাকা সি‌টি ইয়ুথ ফোরাম।

বৃহস্প‌তিবার জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে এক মানববন্ধন থে‌কে এ দা‌বি জানায় সংগঠন‌টি।

ঢাকা সি‌টি ইয়ুথ ফোরামের সভাপতি মো. নিজাম হো‌সেন ব‌লেন, ‘কোন শিশু যেন অস্বাভা‌বিক মৃত্যু বরণ না ক‌রে, শিশুরা যেন যথাযথ মর্যাদায় বেঁ‌চে থাক‌তে পা‌রে, শিশুরা যেন নায্য অ‌ধিকার পায়। এজন্য সরকা‌রের পাশপা‌শি সমা‌জের সকল স্ত‌রের মানুষ‌কে এ‌গি‌য়ে আসার আহ্বান জানান।

উ‌ল্লেখ্য, ঢাকা সি‌টি ইয়ুথ ফোরাম এ ল‌ক্ষ্যে এক‌টি গণস্বাক্ষর অ‌ভিযা‌নের মাধ্য‌মে ২১০০০ বি‌ভিন্ন পেশার মানু‌ষের একাত্মতা নিদর্শন স্বরুপ স্বাক্ষর গ্রহণ ক‌রে‌ছে, ব‌লেও জানান সংগঠ‌নের সভাপ‌তি।

মানববন্ধ‌নে ঢাকা শহর‌রে বি‌ভিন্ন স্কু‌লের ২০০ শিশু অংশগ্রহণ কর‌ে।

ব্রেকিংনিউজ/এএন/এটিআরআপনার মন্তব্য

নারী ও শিশু বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং