Facebook   Twitter   Google+   RSS (New Site)

বৃহস্পতিবার ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » নারী ও শিশু 

আর্ন্তজাতিক নারী দিবসে নড়াইলে আলোচনা সভা

আর্ন্তজাতিক নারী দিবসে নড়াইলে আলোচনা সভা
ছবি: বেকিংনিউজ
উজ্জ্বল রায় ০৮ মার্চ ২০১৬, ২:২৩ অপরাহ্ন Print

নড়াইল: ‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমান সমান’ এই স্লোগানে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে নড়াইলে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় মহিলা সংস্থা কার্যালয়ে শেষ হয়।

র‌্যালিতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ডেমক্রেসিওয়াচ-এর অপরাজিতা প্রকল্পসহ স্থানীয় বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসক জনাব মো. হেলাল মাহমুদ শরীফ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক জনাব অ্যাড. সুবাস চন্দ্র বোস, বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা. নাছিমা খাতুন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা জাহানারা ওয়াহিদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আনিচুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, ডেমক্রেসিওয়াচ অপরাজিতা প্রকল্পের জেলা সম্বয়কারী মো. রেজাউল করিম, রাবেয়া ইউসুফ প্রমুখ।

ব্রেকিংনিউজ/প্রতিনিধি/এটিআরআপনার মন্তব্য

নারী ও শিশু বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং