Facebook   Twitter   Google+   RSS (New Site)

বৃহস্পতিবার ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » অহেতুক কৌতুক 

এবারের বিষয়: বিয়ে-শাদী

এবারের বিষয়: বিয়ে-শাদী
কৌতুক: সংগ্রহ ২২ সেপ্টেম্বর ২০১৫, ১:৪৪ অপরাহ্ন Print
এ সম্পর্কিত আরও খবরঃ

♦ প্রেম করে বিয়ে
দুই বন্ধু রঞ্জু আর সঞ্জুর মধ্যে কথা হচ্ছে—
রঞ্জু: বল তো, ঘটা করে বিয়ে আর প্রেম করে বিয়ের মধ্যে পার্থক্য কী?
সঞ্জু: এটা তো খুবই সোজা।
রঞ্জু: আহা বল না।
সঞ্জু: পার্থক্যটা খুবই সাধারণ। প্রেম করে বিয়ে করলে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয়, আর ঘটা করে বিয়েতে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয়।

♦ সিনেমার বিয়ে এবং বাস্তব বিয়ে
দুই বিবাহিত বন্ধু বিল্টু আর দুবলোর মধ্যে কথা হচ্ছে—
বিল্টু: আচ্ছা দুবলো! বল তো সিনেমার জীবন আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য কী?
দুবলো: এইটা বুঝলি না! সিনেমায় অনেক ঝক্কিঝামেলা পেরোনোর পর বিয়ে করতে হয়। আর বাস্তব জীবনে বিয়ের পর অনেক ঝক্কিঝামেলা শুরু হয়।

♦ ছেলেকে বিয়ে
দুই ব্যক্তির মধ্যে কথা হচ্ছে-
১ম ব্যক্তিঃ ভাই আপনি বিয়ে করেছেন?
২য় ব্যক্তিঃ হ্যাঁ।
১ম ব্যক্তিঃ কাকে?
২য় ব্যক্তিঃ একটা মেয়েকে।
১ম ব্যক্তিঃ কেউ কি ছেলেকে বিয়ে করে?
২য় ব্যক্তিঃ হ্যাঁ, করে। গত বছর আমার বোন একটা ছেলেকে বিয়ে করেছিল।

♦ প্রেমিক-প্রেমিকার বিয়ে
প্রেমিক-প্রেমিকার কথোপকথন—
প্রেমিক: আমি মনে হয় তোমাকে বিয়েটা করতে পারব না।
প্রেমিকা: এত দিন পর এ কথা বলছ কেন? কেন, কী হয়েছে বলো তো শুনি?
প্রেমিক: না, তেমন কিছু না। আমার বাসা থেকে নিষেধ আছে।
প্রেমিকা: তা তোমার বাসায় কে কে আছেন?
প্রেমিক: বেশি না। আমার এক স্ত্রী আর তিন সন্তান।

♦ স্বামী-স্ত্রীর তালাক
স্বামী তার স্ত্রীকে তালাক দিতে আদালতে গেছেন—
স্বামী: আমি আমার স্ত্রীকে আজই তালাক দিতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন।
আইনজীবী: কেন, সমস্যা কী আপনাদের?
স্বামী: আমার স্ত্রী প্রায় ছয় মাস ধরে আমার সঙ্গে কথা বলে না।
আইনজীবী: আরেকবার ভেবে দেখুন। এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার।

♦ মজবুত খাট
ছেলে বিয়ে করবে, তাই বাবা একটা নতুন খাট বানাতে অর্ডার দিচ্ছেন….
ছেলের বাবাঃ খাট মজবুত করে বানাও, এতে আমার ছেলে আর নতুন বউ শোবে|
কাঠমিস্ত্রিঃ এত মজবুত বানামু স্যার, খালি আপনার ছেলে কেন পুরা মহল্লার লোক বউ এর উপর শুইতে পারবে।

♦ চাঁদের মত বউ
একদিন শিক্ষক ক্লাসে বিয়ে নিয়ে কথা বলছিলেন...
শিক্ষকঃ জনি, তুমি কেমন স্ত্রী চাও??
জনিঃ চাঁদের মত
শিক্ষকঃ ওয়াও!! খুব সুন্দর … তুমি কি চাও তোমার স্ত্রী চাঁদের মত সুন্দর আর শান্ত হবে??
জনিঃ না স্যার আমি চাই সে রাতে আসবে আর সকালে চলে যাবে।

♦ বেশিদিন বাঁচার উপায়
রোগী এবং ডাক্তারের মধ্যে কথা হচ্ছে...
রোগীঃ ডাক্তার সাহেব বেশিদিন বাঁচার কোন উপায় আছে কি?
ডাক্তারঃ বিয়ে করে ফেলেন।
রোগীঃ কেন? বিয়ে করলে কি বেশিদিন বাঁচা যায়?
ডাক্তারঃ তা বলতে পারি না। তবে এটা বলতে পারি বিয়ে করলে বেশিদিন বাঁচতে ইচ্ছে করবে না।

♦ আমার স্বামীকে খুঁজে পাচ্ছিনা!
পার্টিতে এক মহিলা আর এক মহিলাকে জিজ্ঞেস করলেন,
- যে সুন্দরী মেয়েটা শরবত দিচ্ছিল সে কোথায়?
- কেন আপনার আরও শরবত লাগবে?
- ইয়ে না মানে, আমার স্বামীকে খুঁজে পাচ্ছিনা।

♦ বাসর রাত
নাদিয়ার বিয়ের পরদিন তার বান্ধবী শিল্পীর সাথে দেখা…
শিল্পীঃ কিরে তোর বাসর রাত কেমন হল?
নাদিয়াঃ আর বলিস না প্রথম কয়েকবার মিসকল দিলো…তারপর যখন কল ঢুকলো তখন ব্যালেন্স শেষ…

ব্রেকিংনিউজ/টিআরএইচআপনার মন্তব্য

অহেতুক কৌতুক বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং