Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » তথ্য ও প্রযুক্তি 

অপেরা মিনিতে ৩.৩ বিলিয়ন টাকার ডাটা সাশ্রয়!

অপেরা মিনিতে ৩.৩ বিলিয়ন টাকার ডাটা সাশ্রয়!
প্রতিবেদক ২৯ মার্চ ২০১৬, ৫:০১ অপরাহ্ন Print

ঢাকা: মোবাইল ব্রাউজার অপেরা মিনি ইন্টারনেট ডাটা সাশ্রয় করে বছরে প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন টাকা খরচ কমায় বলে একটি জরিপে দেখিয়েছে অপেরা মিনি বাংলাদেশ।

কমপ্রেশন টেকনোলজির মাধ্যমে সর্বোচ্চ ৯০ ভাগ ডাটার ব্যবহার কমিয়ে বিপুল এই অর্থের অপচয় রোধ করা হয়েছে বলে একপেশে ওই প্রতিবেদনে দেখিয়েছে অপেরা মিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে বাংলাদেশি ব্যবহারকারীদের ডাটা ব্যবহার সাশ্রয় করেছে প্রায় ১ কোটি ১০ লক্ষ ৮৯ হাজার ২৬৩ গিগাবাইট বা ১০ টেরাবাইটের সমতুল্য। প্রতি জিবি ৩০০ টাকা হিসাব ধরে অপেরা মিনি সেই সাশ্রয়ী ডাটার দাম নির্ধারণ করেছে ৩ দশমিক ৩ বিলিয়ন টাকা।

প্রতিবেদনটিতে দেখানো হয়েছে, মোবাইলে অ্যাপটি ব্যবহারকারীদের গড়ে প্রতি ১০টি ওয়েবপেইজ দেখার মধ্যে ৮টিই ফেইসবুক। ফেইসবুকে যে ডাটা খরচ হচ্ছে তা মোট ডাটার ৬৫ ভাগ। এর পরেই আছে গুগল এবং ক্রিকবাজডটকম।

এছাড়াও অপেরার মাধ্যমে শীর্ষ ১০ ভিজিট করা ওয়েবসাইট ফেইসবুক, গুগল, ইউটিউব, প্রথম আলো, ক্রিকবাজ, উইকিপিডিয়া, বিডিনিউজ, ওয়ার্ডপ্রেস, এনটিভি এবং ওক্সিমিটি বলে দেখিয়েছে অপেরা মিনি।

ব্রেকিংনিউজ/এসিডিটি/এসআইআপনার মন্তব্য

তথ্য ও প্রযুক্তি বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং