Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ২৬ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » তথ্য ও প্রযুক্তি 

সেন্টমার্টিনে ট্যুরের ফানুস উৎসব

সেন্টমার্টিনে ট্যুরের ফানুস উৎসব
প্রতিবেদক ২৩ মার্চ ২০১৬, ৬:০৪ অপরাহ্ন Print

ঢাকা: সম্প্রতি ট্যুর ডটকম ডট বিডি সেন্টমার্টিনে আয়োজন করে ফানুস উৎসব। সন্ধ্যা নামতেই সেন্টমার্টিনের আকাশ আলোকিত হয় রং বে-রঙের ফানুসের আলোয়।

শুধু ফানুস উৎসবই নয় ট্যুর ডটকম ডট বিডি এর আয়োজনে ঘুড়ি উৎসব ও বিচ ক্লিন অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

ট্যুর ডটকম ডটবিডি এর সিইও লায়ন মোহাম্মদ ইমরান বলেন, ‘ট্যুর ডটকম ডটবিডি এর কাজ শুধু ভ্রমণকারীদের ভ্রমণই নিশ্চিত করা নয়। ভ্রমণের সঙ্গে বিনোদনের ব্যবস্থাও করা। যাতে ভ্রমণ আরও আকর্ষণীয় হয়। তাই এবারের আয়োজনে ছিল সেন্টমার্টিনে ফানুস উৎসবসহ আরও অনেক কিছু।

তিনি অারও বলেন, ট্যুর ডটকম ডটবিডি সব সময় নতুন নতুন আয়োজন আর পরিকল্পনা নিয়ে কাজ করে এবং ভবিষ্যতে কাজ করবে। আমরা দেশকে চেনাতে চাই, দেশের সুনাম কুড়াতে চাই।

ব্রেকিংনিউজ/এসিডিটি/এসআইআপনার মন্তব্য

তথ্য ও প্রযুক্তি বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং