Facebook   Twitter   Google+   RSS (New Site)

রবিবার ২১ জুলাই ২০১৯, ৬ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » তথ্য ও প্রযুক্তি 

নতুন ফ্ল্যাগশিপ ফোন ওকাপিয়ায়

নতুন ফ্ল্যাগশিপ ফোন ওকাপিয়ায়
প্রতিবেদক ১৫ মার্চ ২০১৬, ৮:৩০ অপরাহ্ন Print

ঢাকা: গ্রাহকদের জন্য নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন‘সিগনেচার’ উদ্বোধন করলো ওকাপিয়া মোবাইল।

মঙ্গলার রাজধানীর উত্তরায় নিজেদের করপোরেট অফিসে ফোনটির উদ্বোধন করে প্রতিষ্ঠানটি।

মেটালিক বডির ‘সিগনেচার’ ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের ১.৩ গিগাহার্টজ কোয়াড কোরপ্রসেসর, ওয়াই-ফাই, জিপিএস ও 5পাঁচ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ২.৫ডি মাপের বাঁকানো গ্লাস। ফোনটিতে রয়েছে উন্নত ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ২ জিবি র‌্যামের এই ফোনটিতে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে। আধুনিক প্রযুক্তির জেসচার কন্ট্রোল দেয়া হয়েছে ফোনটিতে। এর মাধ্যমে পছন্দের অ্যাপটি ইশারার মাধ্যমে খুলতে পারবেন গ্রাহক। সাথে আছে ২১০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি।

ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ওকাপিয়া ‘সিগনেচার’ স্মার্টফোনটির দাম ৯,৯৯০ টাকা।

ফোনটির উদ্বোধনী অনুষ্ঠানে ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন ও জেনারেল ম্যানেজার কাজী মনজুর আহমেদ উপস্থিত ছিলেন। ফোনটির উদ্বোধনকালে মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘সাশ্রয়ী মূল্যে এ নির্দিষ্ট দামের মধ্যে গ্রাহকরা আকর্ষণীয় ‘সিগনেচার’ স্মার্টফোনটিতে তাদের চাহিদার সবকিছুই পাবেন।

ব্রেকিংনিউজ/এসিডিটি/ডিএইচআপনার মন্তব্য

তথ্য ও প্রযুক্তি বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং