Facebook   Twitter   Google+   RSS (New Site)

শুক্রবার ২৩ আগস্ট ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » অনুসন্ধান 

পরীক্ষায় অনুপস্থিতির অন্যতম কারণ বাল্যবিবাহ

পরীক্ষায় অনুপস্থিতির অন্যতম কারণ বাল্যবিবাহ
ছবি: ব্রেকিংনিউজ
মো. হোসনে হাসানুল কবির ১২ নভেম্বর ২০১৫, ৬:০১ অপরাহ্ন Print

মুন্সীগঞ্জ: জেলায় জে এস সি ও জেডিসি পরিক্ষায় বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিত নিয়ে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে ধারণা করা হচেছ অনুপস্থিতির কারণ বাল্যবিবাহ। জে এস সি ও জেডিসি পরিক্ষায় ৪৯৮ পরিক্ষার্থী অংশগ্রহণ করেনি। এর মধ্যে জেএসসিতে ৪০৯ এবং জেডিসিতে ৮৯ জন।

জেলা সদরের পৌরসভার রনছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমেনা আক্তারের বাল্যবিবাহ হয়েছে কিছু দিন আগে। তাই সে অনুপস্থিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক সরকার জানান, আমেনা প্রবেশ পত্রটি গ্রহণ করেনি। বিদ্যালয় থেকে তার অভিভাবকদের সাথে যোগাযোগ করা হলে পরীক্ষা দেয়ার ব্যাপারে কোন সাড়া পাওয়া যায়নি। তবে তিনি জানিয়েছেন আমেনার বিয়ে হয়ে গেছে।’

জেলা প্রশাসনের পরিসংখ্যানে দেখা যায়, প্রতিটি কেন্দ্রেই ছিল এই অনুপস্থিতি। মুন্সীগঞ্জ জেলায় এ বছর জে এস সি পরিক্ষার্থী সংখ্যা ২০ হাজার ৪২৩ জন। তবে ১৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২০ হাজার ১৪ জন। এ ছাড়া জেডিসির মোট পরিক্ষার্থী ১ হাজার ৪০২ জন। ৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ৩১৩ জন। বাকী ৮৯ জন জেডিসি শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

জেলা সদর উপজেলার এভি জে এম উচ্চ বিদ্যালয়ে ৩৩ ও গভ. ইনস্টিটিউশন কেন্দ্রে ২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। জেএসসিতে টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রেই ১১৯ জন পরিক্ষার্থী অনুপস্থিত। এই উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত রয়েছে ২৩ জন। সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৯, ইছাপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ১১, শেখররগর রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনে ২০, রাজদিয়া অভয়নগর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৪ জন। লৌহজং উপজেলার লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ৫ জন ও হলদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ জন, গজারিয়া উপজেলার গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ ও ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়ে ১২। শ্রীনগর উপজেলার শ্রীনগর সরকারি এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২, হাষাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয়ে ১৯, ও রাঢ়ীখাল জেসি বোস উচ্চ বিদ্যালয়ে ৩৯ জন অনুপস্থিত।

জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল ব্রেকিংনিউজকে জানান, ‘এই পরীক্ষার্থীদের অনুপস্থিতির সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট বিদ্যালয় গুলোতে খোঁজ খবর নেয়া হচেছ, এর পরই কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সি টি জনাব মো. হারুন অর রশিদ ব্রেকিংনিউজকে জানান, ‘এবার জে এস সি পরিক্ষায় ৩৬২ জন শিক্ষার্থী অনুপস্থিত এবং জে ডি সি পরিক্ষায় ৩৭ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।’

ব্রেকিংনিউজ/প্রতিনিধি/এমইআপনার মন্তব্য

অনুসন্ধান বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং