ঢাকা: বিজ্ঞানীরা বলছেন, তারা নতুন প্রজাতির অক্টোপাসের সন্ধান পেয়েছেন। হাওয়াই দ্বীপের নিকটবর্তী প্রশান্ত মহাসাগরের তলদেশে এ প্রজাতির সন্ধান পাওয়া গেছে। খবর এনডিটিভির।
ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) প্রধান মাইকেল ভেকিওনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি তাদের একটি দল প্রশান্ত মহাসাগরের ২.৫ মাইল গভীরে ওই অক্টোপাসের সন্ধান পেয়েছে। তিনি আরো বলেন, অক্টোপাসটির কোনো পাখা ছিল না, চোষকগুলো একটি সারিতে ছিল।
তাছাড়া অক্টোপাসটি খুব পেশিবহুল না এবং গায়ের রং হালকা রঙ্গিন বলে জানান তিনি।
এটা দেখতে ভূত বা পেতাত্মার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে ক্যাপসার বলে ডাকা হয়েছে। বুধবার এনওএএ-এর ওয়েবসাইটে অক্টোপাসটির ছবি পোস্ট করা হয়।
ভেকিওনি বলেন, প্রশান্ত মহাসাগরের তলদেশে পাখাবিহীন অক্টোপাসের সন্ধান পাওয়া অবিশ্বাস্য।
ব্রেকিংনিউজ/এসএইচ