Facebook   Twitter   Google+   RSS (New Site)

শুক্রবার ১৯ জুলাই ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » বিজ্ঞান বিশ্ব 

পৃথিবীর দিকে ধেয়ে আসছে উল্কাপিণ্ড

পৃথিবীর দিকে ধেয়ে আসছে উল্কাপিণ্ড
বিজ্ঞান বিশ্ব ডেস্ক ২৯ ডিসেম্বর ২০১৫, ৮:৫২ অপরাহ্ন Print

ঢাকা: পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি উল্কাপিণ্ড। ঘণ্টায় ২৯ হাজার মাইল বেগে এই উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে। সম্প্রতি নাসা এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে।

নাসার ভিডিওতে দেখা যায় জর্জিয়া রাজ্যের ওপরে একটি আলোকবিন্দু। আর তা ক্রমশ নীচের দিকে নেমে আসছে। আর তাই নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে হইচই।

শুধু গোটা বিশ্বে হইচই পড়ে যাওয়া নয়, এই ছবি দেখার পরে কার্যত নড়েচড়ে বসেছেন নাসার গবেষকরাও। নাসার তরফে জানানো হয়েছে, ওই সাদা আলোকবিন্দু আর কিছুই নয়, পৃথিবীর দিকে ধেয়ে আসা এক বিশাল উল্কাপিণ্ড।

পরে হিসেব কষে তারা দেখেন ঘণ্টায় ২৯ হাজার মাইল বেগে তা ছুটে আসছে পৃথিবীর দিকে। যা ওই গতিতে আছড়ে পড়লে গোটা বিশ্ব ধ্বংস না হলেও বড়সড় ক্ষতি হবে বলেই মনে করা হচ্ছে। তবে স্বস্তির বার্তা এটাই যে প্রতি ঘণ্টাতেই তার গতি কমছে ৯ হাজার মাইল করে।

উল্কাপিণ্ডটির যৎসামান্য অংশ ভূমণ্ডল স্পর্শ করতে পারে বলে প্রাথমিক অনুমান বিজ্ঞানীদের। আপাতত এটির গতিপথের উপরে অহোরাত্র নজর রাখা হচ্ছে।

ব্রেকিংনিউজ/এসডিআপনার মন্তব্য

বিজ্ঞান বিশ্ব বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং