Facebook   Twitter   Google+   RSS (New Site)

শুক্রবার ১৯ জুলাই ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » বিজ্ঞান বিশ্ব 

কানাডা ও যুক্তরাষ্ট্রের আকাশে দুই সূর্য!

কানাডা ও যুক্তরাষ্ট্রের আকাশে দুই সূর্য!
বিজ্ঞান বিশ্ব ডেস্ক ০৪ নভেম্বর ২০১৫, ৪:৪৬ অপরাহ্ন Print

ঢাকা: যুক্তরাষ্ট্র ও কানাডায় যারা থাকেন, তাদের মঙ্গলবার সকালটা হলও অন্যরকম ভাবে। ঘুম থেকে উঠেই এসব এলাকার বাসিন্দারা দুটো সূর্য দেখেন আকাশে। অনেকে হয়ত ভাবছে এক সূর্যের জায়গায় দুই সূর্য আসলো কোথা থেকে। আসলে বিষয়টি তেমন নয়। চাঁদ ও সূর্যে কক্ষ পরিবর্তনের ফলে ঘটেছে এমন ঘটনা। এই ঘটনাকে বলা হয় হানটারস মুন।

সূর্যের কক্ষপথ পরিবর্তনের ফলে যদি সূর্যোদয়ের সময় আর চাঁদ অস্ত যাওয়ার সময় এক হয়ে যায়, এবং চাঁদ ও সূর্য ঠিক একে অপরের বিপরীতে থাকে তবেই এমন ঘটনা ঘটে। অর্থাৎ ঘটনাটা আসলে চাঁদ-সূর্য মুখোমুখি। কিন্তু বিশেষ কোন বা ডিগ্রিতে থাকার কারণে চাঁদ সূর্যকে এত জোরালো ভাবে প্রতিফলিত করে যে মনে হয় আকাশের দু’পাশে যেন দু’টো সূর্য। প্রায় দু’দিন এই অবস্থানে থাকে চাঁদ-সূর্য।

ব্রেকিংনিউজ/এসডিআপনার মন্তব্য

বিজ্ঞান বিশ্ব বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং