Facebook   Twitter   Google+   RSS (New Site)

শুক্রবার ১৯ জুলাই ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » বিজ্ঞান বিশ্ব 

পৃথিবীতে আছড়ে পড়বে ইউএফও

পৃথিবীতে আছড়ে পড়বে ইউএফও
বিজ্ঞান বিশ্ব ডেস্ক ২৮ অক্টোবর ২০১৫, ২:০৩ অপরাহ্ন Print

ঢাকা: পৃথিবীর দিকে ধেয়ে আসছে ইউএফও ( আন-আইডেন্টিফায়িং অবজেক্ট) নামের এক বস্তু। ৭ ফুট দৈর্ঘ্যর বস্তুটি আগামী ১৩ নভেম্বর শুক্রবার ভোর ৬ টা বেজে ১৫ মিনিটে ভারত মহাসাগরে আছড়ে পড়বে। মহাকাশ বিজ্ঞানীরা হিসাব কষে এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। পৃথিবীতে এমন ঘটনা এই প্রথম।

বস্তুটি কি তা নিয়ে বিজ্ঞানীদের আছে একাধিক মত। কেউ বলছেন এটা ইউএফও না। তাদের যুক্তি পৃথিবীর বিভিন্ন দেশ মহাকাশে নানারকম নভোযান পাঠায়। এটি সেই পাঠানো নভোযান থেকে বিচ্ছিন্ন টুকরা। যা পৃথিবীর দিকে ধেয়ে আসছে।

কারো যুক্তি এটি ইউএফও। কারণ এ ধরনের বস্তু এর আগে কেউ দেখেনি। তাছাড়া বিজ্ঞানীরা এটি পৃথিবীর বায়ুমণ্ডলে কীভাবে প্রবেশ করে তা দেখার অপেক্ষায় আছেন।

ব্রেকিংনিউজ/এসডিআপনার মন্তব্য

বিজ্ঞান বিশ্ব বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং