Facebook   Twitter   Google+   RSS (New Site)

মঙ্গলবার ২৫ জুন ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » ধর্ম 

সেপ্টেম্বরে মাদার তেরেসাকে সেইন্ট খেতাব দেবে ভ্যাটিকান

সেপ্টেম্বরে মাদার তেরেসাকে সেইন্ট খেতাব দেবে ভ্যাটিকান
ধর্ম ডেস্ক ১৪ মার্চ ২০১৬, ২:০৩ অপরাহ্ন Print

ভারত: এ বছরের ৪ সেপ্টেম্বর ভারতের প্রয়াত মানবতাবাদী নারী মাদার তেরেসাকে সেইন্ট খেতাব দেবে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকানের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস এক ঘোষণা এ কথা বলেন। খবর জিনিউজের।

খ্রিস্টান ধর্মে যারা সাধু-সন্ত তাদেরকেই সেইন্ট খেতাব দেয়া হয়। এ পৃথিবীতে যারা ঈশ্বরের প্রতিনিধি হয়ে জন্মে। যাদের নামে প্রার্থনা করলে ঈশ্বর সাড়া দেয় এমন ব্যক্তি বিশেষকে সেইন্ট খেতাব দেয় ভ্যাটিকান সিটি।

আগামী ২ অক্টোবর মাদার তেরেসার মৃত্যুবার্ষিকী। তার কয়েকদিন আগেই মাদারকে সেইন্ট খেতাব দেবে ভ্যাটিকান। মাদার তেরেসার মধ্যে অলৌকিক ক্ষমতা ছিল। ব্রাজিলে ৪২ বছর বয়সী এক ব্যক্তি কোমা থেকে বেঁচে গিয়েছিল। সেই ব্যক্তির স্ত্রী প্রতিদিন মাদার তেরেসার প্রার্থনা করতো বলে জানায়।

ব্রেকিংনিউজ/এসডিআপনার মন্তব্য

ধর্ম বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং