Facebook   Twitter   Google+   RSS (New Site)

রবিবার ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » লাইফস্টাইল 

অধিক সেক্সকারী নারীর ক্যান্সারের ঝুঁকি কম!

অধিক সেক্সকারী নারীর ক্যান্সারের ঝুঁকি কম!
লাইফস্টাইল ডেস্ক ১৫ ফেব্রুয়ারী ২০১৬, ১১:৫০ পূর্বাহ্ন Print
এ সম্পর্কিত আরও খবরঃ

ঢাকা: অধিক পুরুষের সঙ্গে সেক্সকারী নারীর মুখে ও গলায় ক্যান্সার হওয়ার ঝুঁকি কম বলে এক গবেষেণায় বলা হয়েছে। খবর ডেইলি মেইলের।

মুখমণ্ডল ক্যান্সারের সাথে হিউম্যান পাপিলোমা ভাইরাসের (এইচপিভি) যোগসূ্ত্র রয়েছে।

আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের বার্ষিক সভায় গবেষকরা বলেন, নারীদের তুলনায় পুরুষের মৌখিক ক্যান্সারের (ওরাল ক্যান্সার) ঝুঁকি ২ ভাগ বেশি।

গবেষণায় বলা হয়েছে, ওরাল সেক্স পার্টনারের কারণে পুরুষের মাথা ও ঘাড়ে এইচপিভি ভাইরাস জনিত ক্যান্সার হবার ঝুঁকি রয়েছে।

আমেরিকার বাল্টিমোরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রোগতত্ত্ব বিভাগের শিক্ষক জিপসায়েম্বার ডি’সুজা বলেন, মধ্য বয়সী শ্বেতাঙ্গ পুরুষেরা এক্ষেত্রে বেশি ঝুঁকিতে আছেন।

তিনি আরো বলেন, আগের তুলনায় বর্তমানে যুবক-যুবতীরা ওরাল সেক্সে বেশি যুক্ত হচ্ছে।

তিনি এছাড়াও বলেন, আমরা গবেষণা করে দেখেছি, যেসব পুরুষের অধিক ওরাল সেক্স সঙ্গী রয়েছে তাদের ওরাল ক্যান্সারের ঝুঁকি বেশি। কিন্তু নারীদের ক্ষেত্রে এ ঝুঁকি তুলনামূলক অনেক কম।

তাছাড়া যেসব নারীরা একাধিক লোকের সাথে শারীরিক সম্পর্ক করেন, পুরুষের তুলনায় তাদের ওরাল সেক্স হওয়ার ঝুঁকি কম।

প্রসঙ্গত, এইচপিভি ভাইরাসে আক্রান্তের হার অনেক কম। যারা এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশই ১-২ বছরের মধ্যে আরোগ্যলাভ করেছেন।

ব্রেকিংনিউজ/এসএইচআপনার মন্তব্য

লাইফস্টাইল বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং