Facebook   Twitter   Google+   RSS (New Site)

বৃহস্পতিবার ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » লাইফস্টাইল 

জিন্স প্যান্টের ছোট্ট পকেটটি কেন?

জিন্স প্যান্টের ছোট্ট পকেটটি কেন?
লাইফস্টাইল ডেস্ক ০৪ ফেব্রুয়ারী ২০১৬, ৬:১৫ অপরাহ্ন Print

ঢাকা: বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় পোশাক জিন্স। ছেলে কিংবা মেয়ে সবারই প্রথম পছন্দ জিন্স। কিন্তু খেয়াল করে দেখেছেন কখনও যে, আপনার জিন্সের সামনের দিকে একটা ছোট্ট পকেট থাকে। ভেতরে বড় মানে প্রমাণ সাইজের পকেট আছেই। তাহলে খামোখা বাইরে ওই ছোট্ট পকেটটা রাখার মানেই বা কী! এমনই একটি ভিন্নধর্মী প্রশ্নের উত্তর নিয়ে ব্রেকিংনিউজের পাঠকদের জন্য আজকের আয়োজন।

কেউ বলেন, পকেটটি শুধুই স্টাইলের জন্য। কেউ বলেন, ওই পকেটটা আঙুল রেখে আরও স্মার্ট হওয়ার জন্য। কেউ কেউ আবার বলেন, ওই পকেটটা আসলে নিজের পেন ড্রাইভ রাখার জন্য। কারোও দাবি পকেটটি আসলে ওষুধ বা নিজের খুব দরকারি ছোট কোনও জিনিস রাখার জন্য। কিন্তু এর কোনটাই একেবারে ঠিক উত্তর নয়।

১৮০০ সাল থেকেই আমেরিকার কাউবয়রা তাদের জিন্সের সামনে ওই ছোট্ট পকেটটি রাখা শুরু করেছিলেন। কারণ, ওই পকেটে তারা তাদের ঘড়িটি একটি চেন দিয়ে রেখে দিতেন। আর সেই রীতি মনেই আজও জিন্সের সামনের দিকে ওই ছোট্ট পকেটটি রাখা হয়‌।

সময় পেরিয়ে গিয়েছে অনেক। কিন্তু ঘড়ির জন্য রাখা ওই জায়গাটি জিন্সে এখনও রয়ে গেছে। হয়তো এই ছোট্ট পকেটটি জিন্সের প্যান্টের ইতিহাসের সাক্ষী হিসেবে রয়ে যাবে।

ব্রেকিংনিউজ/টিআরএইচআপনার মন্তব্য

লাইফস্টাইল বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং