Facebook   Twitter   Google+   RSS (New Site)

বৃহস্পতিবার ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » লাইফস্টাইল 

নাক দেখে মানুষ চিনুন!

নাক দেখে মানুষ চিনুন!
লাইফস্টাইল ডেস্ক ০৯ ডিসেম্বর ২০১৫, ১:৫৯ অপরাহ্ন Print
এ সম্পর্কিত আরও খবরঃ

ঢাকা: অনেকেই আছেন যারা চেহারা দেখে মানুষের চরিত্র সম্পর্কে বেশ ধারনা প্রদান করে থাকে। মানুষটি কি রকম মানে সে কি রাগি, কোমল, হাসিখুশি নাকি গম্ভীর সভাবের চরিত্রের ব্যাক্তিত্ব। এমনকি সমাজে এমন মানুষও আছে যারা হাত দেখে মানুষকে তার চরিত্র সম্পর্কে বলে থাকে। কিন্তু এবার মানুষকে তার চরিত্র সম্পর্কে বলে দিবে ত্র নাক! এমনটি বলছে কিছু গবেষকরা। তারা বলছেন, যখন কারো সঙ্গে আপনার প্রথম দেখা হবে তখন ভালো করে খেয়াল করবেন তার নাকের গঠন। আর তাতেই নাকি আপনি বুঝতে পারবেন মানুষটি কী রকম!

তো চলুন জেনে নিই, নাক দেখে মানুষ চেনার পদ্ধতি।

সোজা নাক
ভাল দিক
১) মানুষকে সব কাজে উৎসাহ জোগায়। ২) খুব গোছানো স্বভাবের হয়। ৩) যে কোনও কাজ দিলে উদ্ধার করে ফেলে। ৪) মাথা অসম্ভব ঠান্ডা।
খারাপ দিক
১) প্রেমে প্রতারণা করার সম্ভাবনা থাকে। ২) প্রত্যাশা অনুযায়ী ফল পায় না। ৩) কাজ না করতে পারলে অন্যকে দোষ দেওয়ার প্রবণতা থাকে।

বাঁকা নাক
ভাল দিক
১) বিদ্রোহী স্বভাবের মানুষ হয়, ২) যে কোনও কথায় ব্যতিক্রমী দিক তুলে ধরে, ৩) সব কথায় হ্যাঁ তে হ্যাঁ না মিলিয়ে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে।
খারাপ দিক
১) সাধারণ মানুষ যেসব বিষয়কে ভাল প্রেমিক হওয়ার গুণ বলে থাকে সেগুলি সাধারণত এদের থাকে না। ২) কথায় কথায় তর্ক করে।

চওড়া নাক
ভাল দিক
১) জন্মগত নেতা। নেতৃত্ব দিয়ে যে কাজকে সফলভাবে করে থাকে। ২) অসাধারণ ব্যক্তিত্ব, ৩) সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্মগত ক্ষমতা থাকে।
খারাপ দিক-
১) স্বজনপোষণ করে থাকে, ২) নেতৃত্ব দিতে না পারলে চাপা ক্ষোভ থেকে সেরাটা দিতে পারে না।

মাংসল নাক
এই ধরনের নাকের গোড়টা সরু হলের পুরো নাকের দৈর্ঘ্য বেশ বড় হয়।
ভাল দিক
১) দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, ২) যে কোনও কাজ দ্রুত শেষ করতে পারে, ৩) মন থেকে কাজ করে
খারাপ দিক
১) কাজে প্রচুর ভুল হয়, ২) একরোখা, মাথাগরম প্রকৃতির হয়, ৩) মানুষকে ভুল বোঝে

চ্যাপ্টা নাক
ভাল দিক
১) মনের দিক থেকে একেবারে মাটির মানুষ। তবে বাইরে থেকে সবসময় বোঝা যায় না। খুব দয়ালু প্রকৃতির হয়ে থাকে। ২) ভালবাসা দিতে ও নিতে জানে। ৩) উদ্যমী স্বভাবের হয়ে থাকে, ৪) প্রচুর ঝুঁকি নেয়, ৫) আশাবাদী স্বভাবের মানুষ হয়।
খারাপ দিক
১) চরিত্র নিয়ে মাঝামাঝে প্রশ্ন ওঠে। জীবনে একাধিক প্রেম থাকতে পারে। ২) কোনও কাজের মাঝপথে গিয়ে খেই হারিয়ে ফেলে।

ব্রেকিংনিউজ/এমএএসআপনার মন্তব্য

লাইফস্টাইল বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং