Facebook   Twitter   Google+   RSS (New Site)

শুক্রবার ১৯ জুলাই ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » আইন 

‘১৮ শতকের আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়’

‘১৮ শতকের আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়’
প্রতিবেদক ০২ এপ্রিল ২০১৬, ৩:৩০ অপরাহ্ন Print

ঢাকা: সোহাগী জাহান তনু হত্যার ন্যায়বিচার আঠারো শতকের আইন দিয়ে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। ঘৃণ্য এ হত্যার তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার ঢাবির সিনেট ভবনে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ সব কথা বলেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, ‘আমাদের সংসদ সদস্যদের বেশির ভাগ আইন বিষয়ে অজ্ঞ। এজন্য আইনের যুগোপযোগী সংস্কার করা সম্ভব হচ্ছে না।’

উচ্চ আদালত ও নিম্ন আদালতের রায় কেনা-বেচা হয় কারো কারো এমন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘এটি ঠিক নয়। এদেশের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় দুর্নীতি রয়েছে। এট বিচার বিভাগেও রয়েছে, তবে সেটি অনেক বেশি নয়, ৫ থেকে ১০ ভাগ।’

ব্রেকিংনিউজ/ডিএইচআপনার মন্তব্য

আইন বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং