Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » আইন 

নোয়াখালীতে হত্যা মামলায় ১৩ জনের ফাঁসি

নোয়াখালীতে হত্যা মামলায় ১৩ জনের ফাঁসি
প্রতিনিধি ২৩ মার্চ ২০১৬, ৬:৩০ অপরাহ্ন Print

নোয়াখালী: জেলার মাইজদীতে দোকানে ডাকাতিকালে মালিক ও কর্মচারীকে গুলি করে হত্যার ঘটনায় ১৩ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকালে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এ বিচারক এএনএন মোরশেদ এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী ফাঁসির আদেশের বিষয়টি জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে মাইজদীর ‘মোবাইল ফেয়ার’ নামে একটি মোবাইল দোকানে সশস্ত্র হামলা চালায় ডাকাতরা। এ সময় তাদের গুলিতে দোকান মালিক ফিরোজ কবির মিনল এবং কর্মচারী সুমন পাল নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২৫ আসামির মধ্যে ১৩ জনকে ফাঁসির আদেশ দেয়া হয়। ফাসির দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে ২ জন এরই মধ্যে ক্রসফায়ারে নিহত হয়েছেন।

ব্রেকিংনিউজ/এসআইআপনার মন্তব্য

আইন বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং