Facebook   Twitter   Google+   RSS (New Site)

রবিবার ১৬ জুন ২০১৯, ২ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » আন্তর্জাতিক 

নওয়াজ পরিবারের সব ব্যবসাই বৈধ

নওয়াজ পরিবারের সব ব্যবসাই বৈধ
আন্তর্জাতিক ডেস্ক ০৫ এপ্রিল ২০১৬, ১০:৫৭ পূর্বাহ্ন Print

ঢাকা: ফাঁস হওয়া পানামা পেপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নাম ওঠায় প্রতিক্রিয়া জানিয়েছেন নওয়াজ শরীফের ছেলে হুসেন শরীফ। বিদেশে অর্থ বিনিয়োগ করে তার পরিবার কোনো ভুল করেনি বলে তিনি জানান। বিদেশ থাকা সব ব্যবসাই তাদের বৈধ। খবর বিবিসির।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম সূত্রগুলো বলছে, লন্ডনে বেশ কয়েকটি বিদেশি কোম্পানির মালিক নওয়াজ পরিবারের সদস্যরা।

এদিকে পাকিস্তানে নওয়াজ বিরোধী দলগুলো থেকে বলা হচ্ছে, নওয়াজ শরীফ বিপুল পরিমাণ অর্থ লন্ডনে লুকিয়ে রেখেছেন। সে যাই হউক নওয়াজ পুত্র হুসেন শরীফ বলছেন, তার পরিবারের যেসব ব্যবসা আছে তা বৈধ। নওয়াজ শরীফের দুই পুত্র হুসেন ও হাসান এবং মেয়ে মরিয়মের নামে বিদেশি কোম্পানি গুলোর মালিকানা রয়েছে। সদ্য ফাঁস হওয়া পানামা পেপারে এসব তথ্য জানা গেছে।

ব্রেকিংনিউজ/এসডিআপনার মন্তব্য

আন্তর্জাতিক বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং