Facebook   Twitter   Google+   RSS (New Site)

শুক্রবার ২৩ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » আন্তর্জাতিক 

সৌদি আরবের ৪৩% শিক্ষার্থী গণিত ও বিজ্ঞানে ফেল

সৌদি আরবের ৪৩% শিক্ষার্থী গণিত ও বিজ্ঞানে ফেল
আন্তর্জাতিক ডেস্ক ৩০ মার্চ ২০১৬, ২:০৮ অপরাহ্ন Print

ঢাকা: সৌদি আরবে প্রাথমিকের ৪০ শতাংশ শিক্ষার্থী গণিত ও বিজ্ঞানে অকৃতকার্য হয়। এক জরিপে সৌদি আরবের পাবলিক এডুকেশন ইভ্যালুয়েশন কমিশন (PEEC) এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

সম্প্রতি পিইইসি বিদ্যালয়ের প্রাথমিক স্তরের তৃতীয় ও ষষ্ঠ গ্রেডের ওপর জরিপ চালায়। এতে দেখা যায় ৪৩ শতাংশ সৌদি শিক্ষার্থী গণিত ও বিজ্ঞানে সর্বনিম্ন পাশ নম্বর তুলতে পারছে না।

পিইইসি গভর্নর নাইফ আল-রুমি বলেন, জরিপে যে ফল উঠে এসেছে তাতে আগামী ৩ থেকে ৬ বছরের মধ্যে এ অবস্থার উন্নতি করতে হবে। শিক্ষার্থীদের নিয়ে করা এসব তথ্য উপাত্ত সৌদি আরবের জাতীয় মানবাধিকার কমিশন, শ্রম, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ব্রেকিংনিউজ/এসডিআপনার মন্তব্য

আন্তর্জাতিক বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং