Facebook   Twitter   Google+   RSS (New Site)

রবিবার ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » আন্তর্জাতিক 

শপথ নিলেন মায়ানমারের নতুন রাষ্ট্রপতি

শপথ নিলেন মায়ানমারের নতুন রাষ্ট্রপতি
আন্তর্জাতিক ডেস্ক ৩০ মার্চ ২০১৬, ১১:২০ পূর্বাহ্ন Print

ঢাকা: মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন থিন কিয়াও। বুধবার মায়ানমারের সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরু হয়।

৬৯ বছর বয়সী থিন কিয়াও আং সান সুচির সবচেয়ে আস্থাভাজন নেতা। এ কারণে রাষ্ট্রপতি হিসেবে তাকে পছন্দ করেন সুচি। বিদেশি নাগরিককে বিয়ে করায় সুচি মায়ানমারের রাষ্ট্রপতি হতে পারেননি। কারণ তাতে সাংবিধানিক বাধা ছিল। খবর বিবিসির, এপি, এএফপি।

৫৬ বছর সামরিক শাসনের পর মায়ানমারে এই প্রথম গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করল। থিন কিয়াও এখন থেইন সেইনের স্থলাভিষিক্ত হলেন। তবে মায়ানমারের সব ক্ষমতা সুচির হাতেই রয়েছে বলে মনে করছেন সেখানকার রাজনৈতিক বিশ্লেষকরা। থিন কিয়াওর আড়ালে সুচিই মায়ানমার সরকার চালাবেন। শপথ অনুষ্ঠানে সুচি সামনের সারিতে বসে শপথ অনুষ্ঠান দেখেন।

থিন কিয়াওর পাশাপাশি উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন হেনরি ভ্যান থাও ও মিন্ট সুই। এর আগে এ দুজন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে থিন কিয়াওর সঙ্গে পরাজিত হন। এক মাস আগে সেই ভোট অনুষ্ঠিত হয়েছিল।

প্রসঙ্গত, মায়ানমারে শেষ গণতান্ত্রিক নির্বাচনে সুচির রাজনৈতিক দল এনএলডি (ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি) ভূমিধস বিজয় পায়। সংসদের উভয় কক্ষে সুচির দল সংখ্যাগরিষ্ঠ। তবে দেশটির প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও সীমান্ত বাহিনীর ক্ষমতা থাকবে সেনাবাহিনীর হতে। এছাড়া মায়ানমার সংসদের ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত।

ব্রেকিংনিউজ/এসডিআপনার মন্তব্য

আন্তর্জাতিক বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং