Facebook   Twitter   Google+   RSS (New Site)

রবিবার ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » আন্তর্জাতিক 

ভুয়ো আত্মঘাতী বেল্টের হুমকি দিয়ে বিমান ছিনতাই

ভুয়ো আত্মঘাতী বেল্টের হুমকি দিয়ে বিমান ছিনতাই
আন্তর্জাতিক ডেস্ক ৩০ মার্চ ২০১৬, ৯:০৫ পূর্বাহ্ন Print

ঢাকা: মিশরের ‘ইজিপ্ট এয়ার’ বিমান ছিনতাই হয়েছে মিথ্যা হুমকি দিয়ে। বিমান ছিনতাইকারী ভুয়ো আত্মঘাতী বেল্টের কথা বলে বিমান ছিনতাই করতে সফল হয়। সাইপ্রাস কর্তৃপক্ষ এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। খবর বিবিসির।

বিমান ছিনতাইয়ের ঘটনা সন্ত্রাসী নয় বলে মন্তব্য করেছেন সাইপ্রাসের রাষ্ট্রপতি।

এদিকে ছিনতাইকারী হিসেবে যাকে বলা হচ্ছে তিনি সব ধরনের চেকিং শেষে বিমানে ওঠেন। আলেকজান্দ্রিয়ার বোর্গ আল-আরব বিমান বন্দরের সিসিটিভি ফুটেজ থেকে এসব জানা গেছে। বিমান ছিনতাইকারীর নাম সাইফ আলদিন মুস্তাফা। তিনি নিজেকে একজন মানসিক রোগী হিসেবে দাবি করেন। মিশর পুলিশ সাইফের আত্মীয় স্বজনদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করেছে।

ছিনতাই নাটক শেষ হওয়ার পর আসল সত্য জানা যায়। এর আগে বিমানের সকল যাত্রীরা অক্ষত অবস্থায় বিমান থেকে বের হয়ে আসে।

প্রসঙ্গত, মঙ্গলবার মিশরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাবার পথে ৬ ক্রুসহ ৫৬ জন যাত্রী নিয়ে ইজিপ্ট এয়ারের বিমান ছিনতাই করে সাইফ। বিমানে ২৬ জন বিদেশি যাত্রী ছিল। যাদের মধ্যে ৮ জন যুক্তরাষ্ট্রের, ৪ জন ব্রিটেনের, ৪ জন হল্যান্ডের, ২ জন বেলজিয়ামের, ২ জন গ্রীক, ফ্রান্স, ইতালি ও সিরিয়ার ১ জন করে।

ব্রেকিংনিউজ/এসডিআপনার মন্তব্য

আন্তর্জাতিক বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং