Facebook   Twitter   Google+   RSS (New Site)

শুক্রবার ২৩ আগস্ট ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » ভারত 

ছত্তিসগড়ে মাওবাদী হামলায় ৭ সিআরপিএফ নিহত

ছত্তিসগড়ে মাওবাদী হামলায় ৭ সিআরপিএফ নিহত
ভারত ডেস্ক ৩১ মার্চ ২০১৬, ৯:১০ পূর্বাহ্ন Print

ভারত: ভারতের ছত্তিসগড় রাজ্যের দান্তেওয়ারা জেলায় বুধবার মাওবাদীরা সিআরপিএফের একটি গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ৭ সিআরপিএফ জওয়ান নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

সিআরপিএফের ২৩০ নম্বর ব্যাটেলিয়ন ঘটনাস্থলে টহল দিতে গেলে এ আক্রমণের ঘটনা ঘটে। খবর জিনিউজের।

গত কয়েক মাসের মধ্যে এ এলাকায় এধরনের হামলা সবচেয়ে বড় বলেছে সিআরপিএফ। পুলিশ বলছে, নিহত সিআরপিএফ সৈন্যরা নিজেদের বাহিনীর পোশাকে ছিল না। ছুটি কাটিয়ে এরা ঘাটিতে ফিরছিল।

বিস্ফোরণটা এতটাই জোরালো ছিল যে জওয়ানদের বহনকারী গাড়িটি বেশ কয়েক ফুট উপরে উঠে যায়। তারপর ৪ টুকরা হয়ে মাটিতে পড়ে। পুলিশের ডিজি ডি, এম, অবস্থি এসব কথা গণমাধ্যমকে বলেন।

ঘটনা ঘটার ৪০ থেকে ৫০ মিনিট পর পুলিশ বিস্ফোরণ এলাকায় আসে। যারা নিহত হয়েছেন তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। স্থানীয় উপজাতিরাই পুলিশকে খবর দিয়ে নিয়ে আসে।

ব্রেকিংনিউজ/এসডিআপনার মন্তব্য

ভারত বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং