Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » ভারত 

ভারতে আজ হোলি উৎসব

ভারতে আজ হোলি উৎসব
ভারত ডেস্ক ২৩ মার্চ ২০১৬, ১২:৩৪ অপরাহ্ন Print

ভারত: ভারত জুড়ে পালিত হচ্ছে হোলি উৎসব। প্রতি বছর দোল পূর্ণিমায় অনুষ্ঠিত হয় হোলি উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের মতে ভগবান শ্রী কৃষ্ণ এদিন তার বন্ধু ও সখিদের নিয়ে রং খেলায় মেতেছিলেন। এ কারণে হিন্দুদের ঘরে এদিন শ্রীকৃষ্ণসহ সকল দেব দেবীর চরণে আবির লাগানো হয়।

অনেকে শ্রী কৃষ্ণ ও রাধা রানীকে দোলায় চড়ান এবং পূজা দেন। এই পূজা দোর পূর্ণিমার পূজা বলা হয়। ভারতের বৃন্দাবনে ও মথুরায় এদিন রং খেলায় মেতে ওঠে নারী পুরুষ থেকে শিশু কিশোররা। পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে এদিন চলে আবির খেলা। ১৯২৫ সালে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আবির খেলা চালু করেছিলেন।

ভারতে আজ সর্বত্র হোলি বা রং খেলার উৎসব শুরু হয়েছে। এদিন বিদেশিরাও ভারতীয়দের সঙ্গে রং খেলায় মেতে উঠেন।

ব্রেকিংনিউজ/এসডি



আপনার মন্তব্য

ভারত বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং