Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » ভারত 

ঘুমনামি বাবাই ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু!

ঘুমনামি বাবাই ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু!
ভারত ডেস্ক ১৬ মার্চ ২০১৬, ১১:১২ পূর্বাহ্ন Print

ভারত: মৃত ঘোষিত হওয়ার পর নেতাজী সুভাষ চন্দ্র বসু বেঁচে ছিলেন তার বড় প্রমাণ মনে হয় এবার পাওয়া গেছে। মঙ্গলবার উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার কোষাগার থেকে নেতাজীর পিতা মাতার ছবি ও পরিবারের অনন্যাদের ছবি ও বস্তু পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

এসব থেকে নেতাজি পরিবারের ধারণা ঘুমনামি বাবা বলে যিনি এতদিন পরিচিত ছিলেন তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসু।

ঘুমনামি বাবার ফেলে যাওয়া বস্তু গুলো সনাক্ত করেন শক্তি সিং। তিনি রাম ভবনের মালিক। ঘুমনামি বাবার শেষ তিন বছর অর্থাৎ ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ফৈজাবাদের রাম ভবনে কেটেছে।

শক্তি সিংকে উত্তর প্রদেশ রাজ্য সরকার নেতাজির জিনিস পত্র সংরক্ষণ করে রাখার দায়িত্ব অর্পণ করেন। শক্তি সিং বলেন, ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারি নেতাজি ভাই সুরেশ চন্দ্র বসু রাম ভবন পরিদর্শনে এসেছিলেন।

শক্তি সিং বলেন, তার কাছে নেতাজি পরিবারের বেশ কয়েকটি ছবি আছে। যা তিনি ঘুমনামি বাবার কাছ থেকে পেয়েছেন। সে সব ছবির একটি বাম থেকে ডানে সুধীর চন্দ্র বসু, সতীশ চন্দ্র বসু, শরৎ চন্দ্র বসু, সুরেশ চন্দ্র বসু, সুনীল চন্দ্র বসু এবং সুভাষ চন্দ্র বসু ছিলেন। ছবির মাঝের সারিতে নেতাজির বাবা ও মাকে দেখা যায় চেয়ারে বসা। তাদের পাশে রয়েছে নেতাজির পরিবারের ৩ বোন।

ব্রেকিংনিউজ/এসডিআপনার মন্তব্য

ভারত বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং