Facebook   Twitter   Google+   RSS (New Site)

শুক্রবার ২৩ আগস্ট ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » স্বাস্থ্য 

সোমবার শুরু হচ্ছে তামাক বিরোধী রোডশো

সোমবার শুরু হচ্ছে তামাক বিরোধী রোডশো
প্রতিবেদক ১৩ মার্চ ২০১৬, ৩:১৮ অপরাহ্ন Print

তামাকবিরোধী ১২টি সংগঠনের রোডশো ও মানববন্ধন

ঢাকা: শুরু হচ্ছে তামাক বিরোধী প্রচার অভিযান রোডশো ও মানববন্ধন। সোমবার থেকে রাজধানীর বিভিন্ন এলকায় চলবে এ কর্মসূচি। তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত ৩ দিনব্যাপী রোডশোর আয়োজন করেছে তামাক বিরোধী ১২টি সংগঠন।

রবিবার এক প্রেস বার্তায় এ তথ্য জানায় সংগঠনগুলোর সমন্বয়ক ও প্রজ্ঞার পরিচালক মুশফিকা হায়দার।

তিনি জানান রোডশোর আয়োজনে অংশ নিচ্ছে তামাক বিরোধী সংগঠন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহসানিয়া মিশন, এসিডি, ইপসা, সীমান্তিক, উবিনীগ, ইসি বাংলাদেশ, ডব্লিউবিবি ট্রাস্ট, নাটাব, প্রত্যাশা, এইড ফাউন্ডেশন ও প্রজ্ঞা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোডশোর অংশ হিসেবে ৩ দিনব্যাপী সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর নমুনা সম্বলিত ৫টি ট্রাক মিউজিক্যাল কনসার্টসহ ঢাকার উত্তরা, গুলশান, মিরপুর, আগারগাঁও, ধানমন্ডি, নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কাকরাইল, আজিমপুর, বঙ্গবাজার মার্কেট ও গুলিস্থানসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে।

এসময়ে সচিত্র সতর্কবাণী সংক্রান্ত লিফলেট বিতরণ করা হবে। এছাড়া রোডশোর শেষ দিন বুধবার (১৬ মার্চ) বেলা ১২ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন কর্মসূচির মধ্যদিয়ে রোডশোর সমাপ্তি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

ব্রেকিংনিউজ/এইচএসআপনার মন্তব্য

স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং