Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » স্বাস্থ্য 

‘স্বাস্থ্য মন্ত্রণালয় একার পক্ষে তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয়’

‘স্বাস্থ্য মন্ত্রণালয় একার পক্ষে তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয়’
প্রতিবেদক ১২ মার্চ ২০১৬, ৮:৩৯ অপরাহ্ন Print

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তামাক নিয়ন্ত্রণ আইনের পূর্ণবাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে এবং এর বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে এ আইনের পূর্ণবাস্তবায়ন সম্ভব নয়।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত তামাকজনিত মৃত্যু রোধে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আয়োজন করে তামাক বিরোধী জোট।

নাসিম বলেন, আপনারা শুধু আমাকে ডাকলে বাস্তবায়ন হবে না। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী সবাইকে ডাকেন। তবেই তামাক নিয়ন্ত্রণ সম্ভব হবে। সব মন্ত্রণালয় এক সঙ্গে বসে সিদ্ধান্ত নিলে আইন বাস্তবায়ন সহজ হবে।

তিনি বলেন, আমিও চাই তামাক নিয়ন্ত্রণ হোক। কারণ তামাকের ফলে আমার রোগী বেড়ে যাচ্ছে। যেকোনও বিষয় রাষ্ট্র বা সরকারের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হয় না। যদি সমাজ না এগিয়ে আসে। তামাক নিয়ন্ত্রণে পরিবার, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি প্রতিষ্ঠান এবং মানুষকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় অংশ নেন, সরকারের মন্ত্রী-এমপি থেকে শুরু করে সংশ্লিষ্ট ডাক্তারসহ তামাক বিরোধী আন্দোলনে জড়িতরা।

ব্রেকিংনিউজ/এএন/এইচএসআপনার মন্তব্য

স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং