ঢাকা: কেউ বিশ্বাস করেননি তারা দুই ভাই এক সঙ্গে লটারি জিতবেন। কিন্তু তাই হল। যুক্তরাষ্ট্রে একই পরিবারের দুই ভাই লটারি জিতেছেন। তবে সমান অর্থ নয়। বিজয়ী দুই ভাইয়ের নাম জেমস স্টোকলেস ও বব। জেমস স্টোকলেস পেশায় বিচারক।
বব ৭ ডলার (বাংলাদেশি টাকায় ৪০০ টাকা) ও জেমস স্টোকলেস ২৯১ মিলিয়ন ( বাংলাদেশি টাকায় ২৩২ কোটি ৮০ লক্ষ) ডলারের প্রথম পুরস্কার জিতেছেন।
মাছ ধরতে গত সপ্তাহে পেনসেলভিনিয়া রওনা হন দুই ভাই। যাবার সময় ফ্লোরিডা থেকে দুই ভাই লটারি কিনবেন বলে ঠিক করেন। ফ্লোরিডার পওয়ারবল লটারি কেনেন দুই ভাই। এদিকে বেশ কয়েক সপ্তাহ কেটে যায় পেনসেলভিনিয়ায়।
প্রতিদিন দুই ভাই সকালে নাস্তা খেতে বসেন । তেমনি গত ২ মার্চ বুধবার সকালে দুই ভাই নাস্তা খেতে খেতে পত্রিকার পাতা উল্টান এবং লটারি ড্রয়ের দিকে নজর দেন। লটারির নাম্বার দেখে চড়ক গাছ দুই ভাইয়ের। এক ভাই জিতেছেন জ্যাকপট অন্যভাই জিতেছেন তবে ৭ ডলারের সর্বনিম্ন পুরস্কারটি। সে যাই হোক বিচারক ভাই জেমস স্টোকলেস ২৯১ মিলিয়ন ডলার জিতেছেন। এই খুশীতে দুই ভাই ফ্লোরিডাতে পরিবারের সকল সদস্যদের নিমন্ত্রণ করেন। লটারি বিজয় উদযাপনের জন্য।
ব্রেকিংনিউজ/এসডি