Facebook   Twitter   Google+   RSS (New Site)

রবিবার ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » মজার খবর 

ডিজিটাল ভিক্ষুকের কাণ্ড!

ডিজিটাল ভিক্ষুকের কাণ্ড!
প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারী ২০১৬, ৯:৩৪ অপরাহ্ন Print

ঢাকা: ভিক্ষুক তাতে কি? দেশ ডিজিটাল হচ্ছে। তাইতো ভিক্ষুকরাও ডিজিটাল চিন্তা করতেই পারেন। এমনই এক ডিজিটাল ভিক্ষুক পাওয়া গেছে। তার কাণ্ডে সভায় উপস্থিত সবাই রীতি মতো আশ্চর্যই হয়েছেন। তবে প্রযুক্তি প্রতিমন্ত্রী ভিক্ষুকের সে ডিজিটাল চাহিদা পূরণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলার অন্ধ ভিক্ষুক আব্দুস ছালাম (৭৫) কে তার চাহিদা অনুযায়ী একটি স্মার্টফোন সেট কিনে দেন প্রতিমন্ত্রী।

অন্ধ ভিক্ষুক আ. ছালামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের শতকুঁড়ি গ্রামে। বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির আহবানে সরাসরি জনগণের কাছে জবাবদিহিতামূলক প্রকাশ্য গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে নিজের ডিজিটাল চাহিদামত প্রতিমন্ত্রীর কাছে একটি মোবাইল ফোন চেয়ে বসেন ভিক্ষুক আ. ছালাম।

কি আর করা! প্রতিমন্ত্রী পলক তাকে ফিরিয়ে দেননি। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তাকে একটি স্মার্টফোন উপহার দেন।

ফোনটি পেয়ে খুশি হয়ে প্রতিমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন ভিক্ষুক আব্দুস ছালাম। আর সেই সাথে উপস্থিত সবাইও বেশ খুটি বৈকি।

ব্রেকিংনিউজ/এইচএসআপনার মন্তব্য

মজার খবর বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং