Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ১৭ জুন ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » মজার খবর 

গাধার দুধ ২০০০ টাকা লিটার!

গাধার দুধ ২০০০ টাকা লিটার!
মজার খবর ডেস্ক ০৯ ফেব্রুয়ারী ২০১৬, ৫:৪৯ অপরাহ্ন Print

ঢাকা: দুধের দাম লিটার প্রতি ২০০০ টাকা! তাও আবার গাধার দুধ! ভাবছেন ভূয়া খবর? কিন্তু ঘটনা আসলে সত্যি।

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সুলুর গ্রামে অবাধে বিক্রি হচ্ছে এই গাধার দুধ। দাম লিটার প্রতি ২০০০ টাকা।

স্বাস্থ্যবিদরা বলছেন, মায়ের দুধের যা গুণ, গাধার দুধেরও তাই। গাধার দুধে লিপিডের পরিমাণ ২ শতাংশের নীচে। ফলে গাধার দুধের প্রোটিন ও ফ্যাট সদ্যোজাত ও শিশুদের জন্য খুবই সহজপাচ্য। এছাড়া গাধার দুধে রয়েছে বেশকিছু ওষধি গুণও। তাই সবমিলিয়ে রমরমা বাজার এই গাধার দুধের।

কোয়েম্বাটুরে সুলুর গ্রামের স্থানীয় দুধ বিক্রেতা শেখর জানান, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘আমার গাধা দিনে মাত্র ২৫০ মিলিলিটার দুধ দেয়। সেই দুধ প্রতি কাপ বিক্রি হয় ৫০ টাকায়। ফলে দিনে প্রায় ৪০০ টাকা থেকে ৫০০ টাকা আয় হয় গাধার দুধ বিক্রি করে। মানুষ মূলত তাদের বাচ্চাদের জন্যই এই দুধ কেনে।’

ব্রেকিংনিউজ/ডিএইচআপনার মন্তব্য

মজার খবর বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং