Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ২৪ জুন ২০১৯, ১০ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » মজার খবর 

সিগারেটের জন্য ১১২ বছর বেঁচে আছি

সিগারেটের জন্য ১১২ বছর বেঁচে আছি
মজার খবর ডেস্ক ২৮ জানুয়ারী ২০১৬, ২:৩৭ অপরাহ্ন Print

ঢাকা: ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর’ এই কথাটা আমরা সবাই জানি। এমনকি সিগারেটের প্যাকেটে এই কথাটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে।

ডাক্তার ও গবেষকদের মতে, ধূমপানের কারণে বোন ক্যান্সার, হাই পেশার, মস্তিকে রক্তক্ষরণসহ আরও অনেক রোগের উপত্তি হয়। এমনকি জীবন হুমকির সম্মুখীন হতে পারে।

সব কিছু জানার সত্বেও এই ধূমপান অনেকেই করে থাকে। কিন্তু এবার ঘটনাটা ঘটলো উল্টো। ধূমপান নাকি বেঁচে থাকতে সাহায্য করে। এমটাই জানিয়েছেন ভারতের এক ভদ্র মহিলা। তার নাম বাতুলি লামিছানে। তার বর্তমান বয়স ১১২ বছর। বয়স বাড়লেও রীতিমতো শক্তোপোক্ত তিনি।

বাতুলি লামিছানে জানান, ১৭ বছর বয়স থেকে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। এখনও রোজ ৩০টি করে সিগারেট খাই। আমি তো প্রথম দিন থেকেই চেন স্মোকার। সিগারেট সেবনের ফলেই আমি বেঁচে আছি।

তিনি কীভাবে এত বছর বেঁচে আছেন জিজ্ঞাসা করা হলে তিনি এক মুখ ধোঁয়া ছেড়ে বলেন, ‘সিগারেটের জন্য!’ব্রেকিংনিউজ/এটিআরআপনার মন্তব্য

মজার খবর বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং