Facebook   Twitter   Google+   RSS (New Site)

রবিবার ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » মজার খবর 

তুষারপাতে মানুষের নাভিশ্বাস কিন্তু মজা লুটছে পান্ডা!

তুষারপাতে মানুষের নাভিশ্বাস কিন্তু মজা লুটছে পান্ডা!
মজার খবর ডেস্ক ২৫ জানুয়ারী ২০১৬, ১:৫০ অপরাহ্ন Print

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আতংকের নাম তুষারপাত। পুরো দেশ ঢাকা পড়েছে তুষারের চাদরে। আছড়ে পড়েছে তুষারঝড়ও। কয়েক ফিট বরফের আস্তরণে ঢাকা পড়েছে চারদিক। তাই ঘরবন্দি ওয়াশিংটনের মানুষ। এখন একটু উষ্ণতা খুঁজছে তারা। তাদের যখন জবুথবু অবস্থা তখন পৌষমাষ টায়ান টায়ানের। টায়ান টায়ান আর কেউ নয়, একটি পান্ডা। বরফের মাঝে পড়ে আনন্দে আত্মহারা সে।

কখনও এপাশ, কখনও ওপাশ। কী করবে বুঝেই উঠতে পারছে না! কখনও বরফে হাত ঘষছে তো কখনও আবার পা। দু’ফিট বরফের মাঝে পড়ে যেন সে জীবনের শ্রেষ্ঠ সুখ পেয়েছে। আর এই শীতলতম আবহাওয়াকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার সেই ভিডিওটি শেয়ার করেছে ওয়াশিংটন ডিসির স্মিথসোনিয়ান ন্যাশনাল জ়ু কর্তৃপক্ষ। শেয়ার হতেই ভাইরাল ভিডিওটি।ব্রেকিংনিউজ/এমএএসআপনার মন্তব্য

মজার খবর বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং