Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ১৭ জুন ২০১৯, ৩ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » মজার খবর 

মৃত প্রেমিককে বিয়ে প্রেমিকার! (ভিডিও)

মৃত প্রেমিককে বিয়ে প্রেমিকার! (ভিডিও)
মজার খবর ডেস্ক ১৪ জানুয়ারী ২০১৬, ১:৪৫ অপরাহ্ন Print

ঢাকা: ভালোবাসা এমন এক বিষয় যাকে যুক্তি তর্ক দিয়ে কাউকে বোঝানো যায় না। ভালোবাসার মানুষরা থাকে আবেগে। বাস্তবতা তাদের কাছে গৌণ।

তেমনি এক ঘটনার জন্মদিল থাইল্যান্ডের চাচোয়ানগেসো প্রদেশের এক প্রেমিকা-প্রেমিকা। বিয়ে হওয়ার কথা ছিল দুজনের মধ্যে, কিন্তু হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেল প্রেমিকা ফিয়াট।

ফিয়াটের শরীর ভালো ছিল। কখনও অসুস্থ ছিল না সে। তারপরও এই মৃত্যু নান থিপ্পারাতকে দু:খি করে। কিন্তু এ সত্য মানতে রাজি নন প্রেমিকা নান থিপ্পারাত।

তিনি মৃত প্রেমিক ফিয়াটকে বিয়ে করবেন বলে স্থির করলেন। এটাই নাকি প্রেমিক ফিয়াটের শেষ বিদায়ের শ্রেষ্ঠ উপহার হবে। এমনটা মনে করেন নান। কিন্তু এ ধরনের বিয়েকে স্বীকৃতি দেয়নি থাইল্যান্ডের আইন।

সে যাই হোক, বধূ বেশে সবার সমানে মৃত ফিয়াটকে বিয়ে করলেন নান। সবাইকে অতিথি হিসেবে নিমন্ত্রণ করে খাওয়ালেনও। এরপর বিয়ের অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন নান।ব্রেকিংনিউজ/এসডিআপনার মন্তব্য

মজার খবর বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং