Facebook   Twitter   Google+   RSS (New Site)

শুক্রবার ২৩ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » মজার খবর 

অ্যাসিড ঝলসানো মুখ নিয়েই ফ্যাশন মডেল

অ্যাসিড ঝলসানো মুখ নিয়েই ফ্যাশন মডেল
মজার খবর ডেস্ক ১৩ জানুয়ারী ২০১৬, ৫:১৪ অপরাহ্ন Print

ঢাকা: ভারতের একটি ফ্যাশন ব্র্যান্ড লক্ষ্মী সা নামে একজন নারী মডেলের সঙ্গে চুক্তি করেছে, যিনি অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছিলেন।

ভিভা এন ডিভা নামে এই পোশাক প্রতিষ্ঠানটি মিস সা'কে নিয়ে যে প্রচারণা শুরু করতে যাচ্ছে তাকে তারা বলছে 'সাহসী মুখ'।

বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় ১৫ বছর বয়সে মিস সা'য়ের মুখমণ্ডল লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করে ৩২ বছর বয়স্ক এক ব্যক্তি।

এর পর থেকে লক্ষ্মী সা ভারতে বেআইনি অ্যাসিড বিক্রির বিরুদ্ধে সব চাইতে সোচ্চার কণ্ঠস্বরে পরিণত হন।

তিনি বলেন, একটি পোশাকের ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করার সুযোগকে কাজে লাগিয়ে তিনি এমন উদাহরণ সৃষ্টি করতে চান যাতে শারীরিকভাবে অক্ষম মানুষেরাও সাহসী ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন।

"এটা আমার জন্য এমন একটি প্ল্যাটফর্মও বটে যেখান থেকে অপরাধীদের কাছে একটি বার্তা যাবে যে, শারীরিক সৌন্দর্য ক্ষুণ্ণ করবার জন্য অ্যাসিড ছুঁড়ে মারার পরও মহিলারা সাহস হারাবে না।"

অ্যাসিড সারভাইভার্স ট্রাস্ট ইন্টারন্যাশনালের তথ্য মতে, ভারতে মহিলাদের ওপর বছরে ১০০০-এরও বেশি অ্যাসিড হামলার ঘটনা ঘটে। এর মধ্যে অনেক ঘটনাই গণমাধ্যমে আসে না।

ব্রেকিংনিউজ/এমএইচআপনার মন্তব্য

মজার খবর বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং