Facebook   Twitter   Google+   RSS (New Site)

বৃহস্পতিবার ১৬ আগস্ট ২০১৮, ১ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » বিনোদন 

‘এখনও আমাদের চলচ্চিত্র শিল্পে সুদিন ফেরেনি ’

‘এখনও আমাদের চলচ্চিত্র শিল্পে সুদিন ফেরেনি ’
বিনোদন প্রতিবেদক ০৪ এপ্রিল ২০১৬, ১০:৪৯ পূর্বাহ্ন Print

ঢাকা: ‘এখনও আমাদের চলচ্চিত্র শিল্পে সুদিন ফেরেনি'। রোববার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তারকা শিল্পীদের উপস্থিতি না দেখে রাজ্জাক হতাশার এ বাণী শোনালেন।

রাজ্জাক বলেন, এখনও আমাদের চলচ্চিত্র শিল্পে সুদিন ফেরেনি। একটি জাতীয় চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান অথচ প্রথম সারির তেমন কোনো শিল্পীকেই দেখা গেলো না। তাদেরকে ইঙ্গিত করে সমালোচনার সুরে নায়করাজ রাজ্জাক বললেন, ‘কোথায় তথাকথিত সুপারস্টাররা?’ যারা চলচ্চিত্রকে বয়ে নিয়ে যাবে।

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) তত্ত্বাবধানে চলচ্চিত্র দিবস উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এখানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া  উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, তথ্যসচিব মরতুজা আহমদ প্রমুখ।

উদ্বোধন শেষে রাজ্জাকসহ অতিথিরা অংশ নেন শোভাযাত্রায়। দিনব্যাপী কর্মসূচিতে ছিল সেমিনার, লালগালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুলনাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও  সন্ধ্যায় তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।

ব্রেকিংনিউজ/বিএইচআপনার মন্তব্য

বিনোদন বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং