Facebook   Twitter   Google+   RSS (New Site)

শনিবার ২৩ জুন ২০১৮, ৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » বিনোদন 

শাহরুখের সঙ্গে শুটিং করলেন সানি

শাহরুখের সঙ্গে  শুটিং করলেন সানি
বিনোদন ডেস্ক ২৭ মার্চ ২০১৬, ৮:৫৫ পূর্বাহ্ন Print

ঢাকা: সম্প্রতি শাহরুখ খান অভিনীত ‘রইস’-এর শুটিং সেরেছেন আলোচিত ও সমালোচিত মডেল ও অভিনেত্রী সানি লিওন। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নায়িকা। শুটিংয়ে হাজিরও ছিলেন বলিউড বাদশা। আর তাই ‘রইস’-এর আইটেম নাম্বারের শুটিং করতে করতেই নাকি নিজেই নিজের গায়ে চিমটি কেটে দেখছিলেন সানি। বার বার ভাবছিলেন এ কোনও স্বপ্ন নয়তো! সত্যিই শাহরুখ খানের সঙ্গে শুটিং করছেন।

মেহবুব স্টুডিওতেই একটি পুরনো রেট্রো বারের সেট তৈরি করা হয়েছিল। সেখানেই চারদিন ধরে চলেছে ওই বিশেষ নাচের শুটিং। সব মিলিয়ে এখনও যেন ঘোরের মধ্যেই দিন কাটাচ্ছেন সানি লিওন। সকাল, দুপুর, বিকেল অথবা রাত যখনই হোক নিজের গায়ে সজোরে চিমটি কাটছেন সানি লিওন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এ তথ্য শেয়ার করেছেন সানি নিজেই।

ব্রেকিংনিউজ/বিএইচআপনার মন্তব্য

বিনোদন বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং