Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ২৬ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » শুধুই ঢাকা 

তাজরিন ফ্যাশানসে অগ্নিকাণ্ডে হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি

তাজরিন ফ্যাশানসে অগ্নিকাণ্ডে হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি
প্রতিবেদক ০১ এপ্রিল ২০১৬, ১২:৪১ অপরাহ্ন Print

ঢাকা: তাজরিন ফ্যাশানসে অগ্নিকাণ্ডে হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তাজরিন ফ্যাশানস ফায়ার অ্যাকটিভেন্ট ভিকটিম নেটওয়ার্ক।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত এবং হাজারো শ্রমিক আহত হয়। তাদের মধ্যে আরও ১৫০ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক ছিলো।

তারা বলেন, শুধুমাত্র আশুলিয়াতে বর্তমানে প্রায় ২০ থেকে ২৫ জন আহত শ্রমিক রয়েছে যারা কোন দিন চাকরি করতে পারবেনা উপযুক্ত চিকিৎসার অভাবে আজ তারা কর্মক্ষম। তাজরিন ফ্যাশানসে অগ্নিকাণ্ডে হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দিলে খেয়ে বেঁচে থাকতে পারবে।

তাজরিন ফ্যাশানস ফায়ার অ্যাকটিভেন্ট ভিকটিম নেটওয়ার্কের সদস্য হালিম মোহাম্মদ, আমান, সুমাইয়া বেগমসহ অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ শ্রমিকরা মানববন্ধনে অংশ নেয়।

ব্রেকিংনিউজ/এএন/ডিএইচআপনার মন্তব্য

শুধুই ঢাকা বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং