Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » শুধুই ঢাকা 

‘সুরক্ষিত জায়গাগুলোও আজ নারীর জন্য নিরাপদ নয়’

‘সুরক্ষিত জায়গাগুলোও আজ নারীর জন্য নিরাপদ নয়’
ছবি: ব্রেকিংনিউজ/জর্জ
প্রতিবেদক ৩১ মার্চ ২০১৬, ৩:৫৪ অপরাহ্ন Print

ঢাকা: জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ার‌ম্যান সিস্টার হেলেনা জাহাঙ্গীর বলেছেন, ‘দেশের সুরক্ষিত জায়গাগুলোও আজ কোন নারীর জন্য নিরাপদ নয়।’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তনু হত্যার প্রতিবাদে এক মানবিক সমাবেশে তিনি এ কথা বলেন। জয়যাত্রা ফাউন্ডেশন এ সমাবেশের আয়োজন করে।

হেলেনা জাহাঙ্গীর বলেন, তনুকে বাংলাদেশের সব থেকে সুরক্ষিত জায়গা ক্যান্টনমেন্টে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেফতার করতে পারেনি। নারীদের জন্য দেশের কোন জায়গাই এখন আর নিরাপদ নয়।

তিনি বলেন, তনু হত্যার পর আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত একটি ক্লুও বের করতে পারেনি। এতে প্রশ্ন জাগে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষকদের পক্ষ অবলম্বন করছে।

সরকারের কাছে তনু হত্যাকারীদের গ্রেফতার করে হত্যার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তিনি।

সমাবেশ শেষে একটি মিছিল হাইকোর্ট মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন- আমরা সবাই ফাউন্ডেশনের দাতা জাহাঙ্গীর আলম স্বপন, বিশিষ্ট শিক্ষাবিদ কুহিনূর কেয়া, সমাজ সেবক আইরিণ খান, রোটারিয়ান লিটন প্রমুখ।

ব্রেকিংনিউজ/এএন/এসআইআপনার মন্তব্য

শুধুই ঢাকা বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং