Facebook   Twitter   Google+   RSS (New Site)

শুক্রবার ২৩ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » শুধুই ঢাকা 

সিগারেটের প্রচারণায় আইন লঙ্ঘনের অভিযোগ

সিগারেটের প্রচারণায় আইন লঙ্ঘনের অভিযোগ
ছবি: বেকিংনিউজ
প্রতিবেদক ২০ মার্চ ২০১৬, ৪:২৪ অপরাহ্ন Print

ঢাকা: ব্রিটিশ আমেরিকান টোবাকোসহ (বিএটি) তামাক উৎপাদনকারী বিভিন্ন কোম্পানি দেশে প্রচলিত তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে সিগারেটের প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।

রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তামাক কোম্পানিগুলোর আইন ভঙ্গের প্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ জানায় সংগঠনটি।

সমাবেশে বক্তারা জানায়, তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা অনুযায়ী ১৯ মার্চ থেকে সকল তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ সতর্কবাণী প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। গত ১৬ মার্চ জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। ঐ গণবিজ্ঞপ্তির পূর্বে ব্রিটিশ আমেরিকান টোবাকোকে বিভিন্ন স্থানে সিগারেটের মোড়ক পরিবর্তনের প্রচারণার নামে লিফলেট, হ্যান্ডবিলসহ মূলত নিজেদের প্রচারণা চালাতে দেখা গেছে।

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, ‘সিগারেটের মোড়ক পরিবর্তনের প্রচারণার আড়ালে বিএটি তামাকজাত দ্রব্যের প্রচারণা চালাচ্ছে। যার স্বচিত্র সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বিএটির এমন প্রচারণা বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৫ এর ১ (ক) এর সুস্পষ্ট লঙ্ঘন।

প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ বলেন, ‘বিএটিসহ অন্যান্য সিগারেট কোম্পানি প্রায়ই নানাভাবে তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করে তাদের প্রচারণা করে আসছে।

আইন ভঙ্গকারী কোম্পানিসমূহের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আইনী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানায় সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সচিত্র সতর্কবাণী ব্যতিত সিগারেট বা সিগারেটের মোড়ক ধ্বংস ও বাজেয়াপ্ত এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

সমাবেশ শেষে তামাক নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন- মানবিক মাদকবিরোধী সংগঠনের কারিগরি উপদেষ্টা রফিকুল ইসলাম মিলন, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইবনুল সাঈদ রানা প্রমুখ।

ব্রেকিংনিউজ/এএন/এসআইআপনার মন্তব্য

শুধুই ঢাকা বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং