Facebook   Twitter   Google+   RSS (New Site)

বুধবার ১৯ জুন ২০১৯, ৬ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » শুধুই ঢাকা 

চাকুরিজীবি মুক্তিযোদ্ধাদের বয়স আজীবন করার দাবি

চাকুরিজীবি মুক্তিযোদ্ধাদের বয়স আজীবন করার দাবি
ছবি: বেকিংনিউজ
প্রতিবেদক ২০ মার্চ ২০১৬, ৩:৪৬ অপরাহ্ন Print

ঢাকা: চাকুরিজীবি মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের বয়স আজীবন করার দাবি জানিয়েছে চাকুরিজীবি মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ।

রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলেনে বক্তারা বলেন, অন্যরা যদি ৬৫ ও ৬৭ বছর চাকুরি করার সুযোগ পায় তাহলে মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবনের মায়া ত্যাগ করে অংশগ্রহণ করেছিলেন, যারা জাতীর শ্রেষ্ঠ সন্তান তারা কেন সাধারণ চাকুরিজীবিদের চেয়ে বেশি দিন চাকুরির সুযোগ পাবে না; তা বোধগম্য নয়।

তারা বলেন, মুক্তিযোদ্ধাদের অবসর বয়সের কোন নির্দিষ্ট সীমারেখা থাকার কথা নয়। কেননা মুক্তিযোদ্ধা ও যুদ্ধ কোন স্থান, কাল বা সময়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তাই তাদের চাকুরিকালের অবসর বয়স হওয়া উচিত আজীবন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বায়ক হেদায়েতুল বারী, সদস্য সচিব আব্দুল হালিমসহ সংগঠনের সদস্যরা।

ব্রেকিংনিউজ/এএন/এসআইআপনার মন্তব্য

শুধুই ঢাকা বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং