Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » শুধুই ঢাকা 

ডিশ বিল চাওয়ায় গুলি, এএসআই আটক

ডিশ বিল চাওয়ায় গুলি, এএসআই আটক
প্রতিবেদক ১১ মার্চ ২০১৬, ৪:৪৭ অপরাহ্ন Print

ঢাকা: রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীমের গুলিতে আল আমিন নামে এক ডিশ ব্যবসায়ী আহত হয়েছেন। এ ঘটনায় শামীমকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।

শুক্রবার সকালে গুলিবিদ্ধ আল আমিনকে (১৮) প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার পিঠে গুলি লেগেছে।

ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে দুপুর পৌনে ৩টার দিকে বাসার উদ্দেশে রওয়ানা হন আল আমিন।

তিনি বলেন, ‘এএসআই শামীম কয়েক মাসের বিল দেয়নি। সকালে তার কাছে বকেয়া চাইতে গেলে বলে, এত টাকা কেন? এক পর্যায়ে লাইন কেটে দিতে বলে। নিচে এসে লাইন কেটে দিলে শামীম এসে বলে, লাইন কেটে দিয়েছিস কেন? জবাবে বলি আপনিই তো কেটে দিতে বলেছেন। তখন আমার গালে চড় দেয়। এ সময় আমার সঙ্গে থাকা এক সহকর্মী বলে, উনাকে চড় দিলেন কেন? তখনই পিস্তল বের করে গুলি করে শামীম।’

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, ডিশ ব্যবসার বিল পরিশোধকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটে বলে জানতে পেরেছি। বংশালের ওই এএসআইকে আটক করা হয়েছে।

ব্রেকিংনিউজ/ডিএইচআপনার মন্তব্য

শুধুই ঢাকা বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং