Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » দেশ জুড়ে 

গাজীপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

গাজীপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল
তুহিন আহামেদ ০৪ এপ্রিল ২০১৬, ৭:০০ অপরাহ্ন Print

গাজীপুর: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি’র নেতৃবৃন্দরা।

আজ দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা বিএনপি উদ্যোগে জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি জোড়পুকুরপাড় সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাজী আজিম উদ্দিন কলেজ রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, বিএনপি নেতা আহমদ আলী রুশদী প্রমূখ।

এসময় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা হুমায়ুন কবীর মাষ্টার, গাজীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ড. শহীদুজ্জামান, টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর, বিএনপি নেতা আব্দুল মোতালেব, এ্যাড. মঞ্জুর মোর্শেদ প্রিন্স প্রমূখ।

ব্রেকিং নিউজ/এমএইচআপনার মন্তব্য

দেশ জুড়ে বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং