বগুড়া: জেলার শেরপুর উপজেলার গাড়িদহ জোয়ানপুর গ্রামের একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২ অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার রাত ১১টার দিকে বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ হয়। এ সময় ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন ও হাসপাতালে নেয়ার পর অপর জনের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২০ রাউন্ড গুলি এবং ১০টি গ্রেনেড পাওয়া গেছে। বর্তমানে পুলিশ, র্যাব, সিআইডি, পিআইবি টিম এলাকা ঘিরে রেখেছে।
জিএমবি বড় কোনো ধরনের নাশকতা ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।
ব্রেকিংনিউজ/এসআই