Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » দেশ জুড়ে 

প্রতিনিধি

২৯ বছর পর তরুণ সাইফুলের নিকট হেরে গেল আহম্মদ

২৯ বছর পর তরুণ সাইফুলের নিকট হেরে গেল আহম্মদ
আ. রশিদ তালুকদার ০৩ এপ্রিল ২০১৬, ৪:৩৬ অপরাহ্ন Print

টাঙ্গাইল : গত ৩১ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫নং অলোয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন মো. সাইফুল ইসলাম নামের এক তরুণ। টানা ২৯ বৎসর দায়িত্ব পালনকারী ইউপি সদস্য প্রবীণ জনপ্রতিনিধি অলোয়ার স্থায়ী মেম্বার নামে খ্যাত বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে পরাজিত করে এ সাফল্য অর্জন করেন।

তার এ সফলতার পেছনে সুন্দর আচরণ, জনসেবা মূলক কর্মকাণ্ড ও ওয়ার্ড বাসীর ভালোবাসাই এনে দিয়েছেন বলে দাবি করেছেন। নব-নির্বাচিত এ ইউপি সদস্য ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি সততা ও দক্ষতার সাথে জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে ২৯ বৎসর দায়িত্ব পালনকারী বীর মুক্তিযোদ্ধা আহম্মদ মেম্বার তরুণ সাইফুলের নিকট হেরে যাওয়ার বিষয়টি সমগ্র ভূঞাপুর উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছে।

ব্রেকিং ‍নিউজ/এমএইচআপনার মন্তব্য

দেশ জুড়ে বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং