Facebook   Twitter   Google+   RSS (New Site)

রবিবার ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, অপরাহ্ন

প্রচ্ছদ » দেশ জুড়ে 

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ২, আহত ৩

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ২, আহত ৩
প্রতিনিধি ৩১ মার্চ ২০১৬, ১০:২৫ পূর্বাহ্ন Print

যশোর: যশোর সদর উপজেলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত দুজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- সবুজ (৩০) ও ইবাদুল (৩২)।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সবুজ সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের আনার মোল্লার ছেলে। কাটামারি গ্রামের রমজান আলীর ছেলে ইবাদুল।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হলেন- বাদশা মোল্লার ছেলে মোস্তফা (৩০), উলাদ মোল্লার ছেলে রুবেল (২১), একই গ্রামের রকি (২৮)।

আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই মোস্তফা ও রুবেল হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ভোটকেন্দ্রে নাশকতার সৃষ্টির জন্য বোমা তৈরি করা হচ্ছিল।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, রাতে লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা গ্রামের একটি মাঠের মধ্যে বোমা তৈরি করা হচ্ছিল। এ সময় বিস্ফোরণে ৫ জন আহত হন। সকালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

এ বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।

ব্রেকিংনিউজ/এইচএসআপনার মন্তব্য

দেশ জুড়ে বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং