Facebook   Twitter   Google+   RSS (New Site)

শুক্রবার ১৯ জুলাই ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » শিক্ষা 

‘নকলে সহযোগিতা করলে চাকরি থাকবে না’

‘নকলে সহযোগিতা করলে চাকরি থাকবে না’
প্রতিবেদক ৩১ মার্চ ২০১৬, ৪:৪১ অপরাহ্ন Print

ঢাকা: আগামী ৩ এপ্রিল দেশব্যাপী শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার নকল মুক্ত ও উৎসবমুখর পরিবেশ এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পরীক্ষায় কোনও শিক্ষক নকলে সহযোগিতা করলে তাকেও সর্বোচ্চ শাস্তি পেতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নকলমুক্ত পরীক্ষার জন্য যে আইন আছে, নকল প্রতিরোধে সে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, কোনও শিক্ষক নকলে সহযোগিতা করলে, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাদের পেতে হবে।

পাশাপাশি নকলে সহযোগিতাকারীরা কোনওভাবে আর শিক্ষকও থাকতে পারবেন না বলে সাফ জানিয়েছেন নুরুল ইসলাম নাহিদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩ এপ্রিল সারা দেশে এইচএসসি, আলিম, এইচএসসি( বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার সর্বমোট ১২ লক্ষ ১৮ হাজার ৩২৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে এইচএসসিতে ১০ লক্ষ ২০ হাজার ১০৯ জন এবং আলিমে ৯১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী রয়েছে।

ব্রেকিংনিউজ/এইচএসআপনার মন্তব্য

শিক্ষা বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং