Facebook   Twitter   Google+   RSS (New Site)

সোমবার ২৬ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, পূর্বাহ্ন

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য 

সাহিত্যে নোবেল জয়ী ইমরে কারতেজের মৃত্যু

সাহিত্যে নোবেল জয়ী ইমরে কারতেজের মৃত্যু
প্রতিবেদক ০১ এপ্রিল ২০১৬, ১১:৫৯ পূর্বাহ্ন Print

ঢাকা: ২০০২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী হাঙ্গেরিয়ান লেখক ইমরে কারতেজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০০ বছর।

বই প্রকাশক সংস্থা মাগভেতো কিয়াদো জানিয়েছে, কারতেজ বৃহস্পতিবার বুদাপেস্টে নিজের বাড়িতে দিনের প্রথমভাগেই মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

১৯২৯ সালে বুদাপেস্টে জন্মগ্রহণকারী কারতেজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে আউশভিতজে পাঠানো হয়। সেখান থেকে পূর্ব জার্মানির বাচেনওয়ালদ কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানো হয়। ১৯৪৫ সালে ওই ক্যাম্পটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মুক্তি করে দেয়।

তার প্রথম উপন্যাস ‘ফেটলেস’-এ বর্ণিতে হয়েছে পোল্যান্ডের জার্মানির নাৎসি বাহিনীর বন্দিশিবির আউশভিতজের কাহিনী। ওই শিবিরটিতে ১০ লাখেরও বেশি ইহুদি এবং অন্যান্যদের হত্যা করা হয়।

প্রথম উপন্যাস প্রকাশিত হওয়ার পরই তিনি সবার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন।

১৯৬০ থেকে ১৯৭৩ সাল-এই কালপর্বে ‘ফেটলেস’ লেখা হয়। বন্দি শিবিরে কীভাবে একটি বালক টিকে থাকে তাই উঠে এসেছে ব্যক্তিগত অভিজ্ঞতার বিনির্মাণ হিসেবে।

তার উল্লেখযোগ্য অন্য উপন্যাসগুলো হচ্ছে ১৯৮৮ সালে প্রকাশিত হওয়া ‘ফিয়াসকো’, ১৯৯০ সালে প্রকাশিত ‘কাদিশ ফর অ্যান আনবর্ন চাইল্ড’।

ব্রেকিংনিউজ/ডিএইচআপনার মন্তব্য

শিল্প-সাহিত্য বিভাগের সর্বোচ্চ পঠিত ৩২


উপরে

ব্রেকিং